New Update
/anm-bengali/media/media_files/KNCGQuGYtvsPzdPXt9fI.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ৭৭তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তেলন হয়ে গেল দিল্লির বুকে। রীতি মেনে গার্ড অফ অনার নিয়ে ডায়াসের কাছে পৌঁছে যান নরেন্দ্র মোদি। আর তারপর সেই উজ্জ্বল মুহুর্তের সাক্ষী থাকে গোটা দেশ। জাতীয় সঙ্গীতের সুরে উত্তোলিত হয় ৭৭তম স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা। বায়ুসেনার বিশেষ কপ্টার থেকে পুষ্প বৃষ্টি করা হয় সেই মুহুর্তে। দেখুন সেই ঐতিহ্যময় মুহুর্ত -
#WATCH | Prime Minister Narendra Modi hoists the National Flag at the Red Fort in Delhi, on #IndependenceDaypic.twitter.com/lO3SRCM7kZ
— ANI (@ANI) August 15, 2023