New Update
/anm-bengali/media/media_files/7KrH88ESiW701OekcTPd.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: প্রবল গরমে ৬ দিন ধরে বিদ্যুৎহীন। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে মালদার গাজোলের দেওতলা বানিয়াপাড়া এলাকা। প্রশাসনকে জানানো হলেও কোনও ভ্রুক্ষেপ নেই। ফলে এবার প্রতিবাদের পথে স্থানীয় মানুষজন।
এদিন সকাল থেকে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় মানুষজন। স্থানীয়দের দাবি, গত রবিবার ঝড়-বৃষ্টির পর ট্রান্সফর্মার বিকল হয়ে যায়। তারপর থেকেই অন্ধকারে মুখ ঢেকেছে বানিয়াপাড়া এলাকা। আর এদিন তারই প্রতিবাদে চলে অবরোধ।