New Update
/anm-bengali/media/media_files/dux1lj6eTGXyGNXbKYUA.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছিল যমুনা নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। আর এবার তার মধ্যে বিষ ফোড়ার কাজ করল ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এদিন ভোর রাত থেকেই শুরু হয় মুষলধারে বর্ষণ। টানা কয়েক ঘন্টা এই বৃষ্টি হওয়ায় ইতিমধ্যেই জল জমেছে একাধিক এলাকায়। তারই একটি ছবি হাতে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, বৃষ্টির কারণে দিল্লির বদরপুর এলাকা জলমগ্ন। ফলে গাড়ির গতিও স্লথ হয়েছে।
#WATCH | Rain showers trigger waterlogging on roads in Badarpur area of Delhi. pic.twitter.com/uesP55CfK6
— ANI (@ANI) August 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us