জঙ্গি হামলায় নিহত, তবে পরিবার চায় শহীদের তকমা

এই দাবি রাখেন শুভম দ্বিবেদীর পরিবার। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ihko2glc_pahalgam_160x120_22_April_25

File Picture

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন শুভম দ্বিবেদী। এবার তাঁকে ঘিরে শুরু হয়েছে ‘শহীদ’ চর্চা। এবার নিহত শুভম দ্বিবেদীর স্ত্রীও তুললেন দাবি। লোকসভার বিরোধী দলনেতা এদিন শুভম দ্বিবেদীর পরিবারের সাথে দেখা করতে গেলে তাঁর কাছে এই দাবি রাখেন শুভমের স্ত্রী। 

এদিন তিনি বলেন, “আমাদের একটাই দাবি, এবং আমরা রাহুল গান্ধীকেও জানিয়েছি যে শুভমকে 'শহীদ' মর্যাদা দেওয়া উচিত। রাহুল গান্ধী বলেছেন যে তিনি এই বিষয়টি আরও এগিয়ে নিয়ে যাবেন এবং প্রধানমন্ত্রীর কাছেও একই দাবি রাখবেন”।