New Update
/anm-bengali/media/media_files/2025/04/30/YXFj0mahV3jPdomiYONx.jpeg)
নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীন সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ এবং প্রি-প্রি এনআই (প্রি নন-ইন্টারলকিং)-র কাজ চলবে আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে অর্থাৎ টানা ১৯ দিন। আর সেজন্যই ৩০ এপ্রিল, বুধবার থেকে ১৮ মে পর্যন্ত খড়গপুর ডিভিশনের অধীন হাওড়া-খড়গপুর লাইনে প্রায় ২০০-র বেশি লোকাল ট্রেন এবং প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ও সময় পরিবর্তন করা হয়েছে বলে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই কারণে সমস্যায় পড়েছে ট্রেন যাত্রীরা।
/anm-bengali/media/media_files/V3zedWgBOD1THfxfXt47.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us