/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
নিজস্ব সংবাদদাতা: মেছুয়াবাজারের ঋতুরাজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন অগ্নিকাণ্ডের সময় হোটেলের ওপর থেকে ঝাঁপ মারেন। নীচে পড়ে মৃত্যু হয়। ১৩ জনের শ্বাসরোধ হয়েছে। ১৩ জনের মধ্যে এখনও বেশ কয়েকজনকে শনাক্ত করা যায়নি। জানা গিয়েছে, অগ্নিদগ্ধ হয়ে কারও মৃত্যু হয়নি। মৃতদের মধ্যে দুই জন নাবালক ছিলেন। সকলেরই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, ফার্স্টফ্লোরে যখন আগুন লাগে, তখন বাইরে বের হওয়ার দ্বিতীয় কোনও পথ ছিল না। ফার্স্টফ্লোরে নির্মাণ কাজ চলছিল। প্রচুর প্লাউড ছিল। যার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, এই হোটেল থেকে বাইরে বের হওয়ার আরও একটি রাস্তা ছিল। কিন্তু হোটেলের নির্মাণ কাজ হওয়ার জন্য বাইরে বের হওয়ার সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি জানা গিয়েছে, এই ঋতুরাজ হোটেলে অগ্নিনির্বাপনের বিশেষ কোনও ব্যবস্থা ছিল না। এছাড়াও এই হোটেলের কোনও জানলা বা বারান্দা ছিল না। সব সিমেন্ট দিয়ে সিল করা ছিল। যার ফলে অগ্নিকাণ্ডের পর গোটা হোটেলটি কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়। তার জেরেই শ্বাসরোধে মৃত্যু হয় ১৩ জনের। এছাড়াও একাধিক প্রশ্ন উঠছে, কীভাবে সামনে স্কুল বা মন্দির থাকার পরেও হোটেলটি বার তৈরি করার অনুমতি পেল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us