পর্যটক কম থাকার কারণেই পিছিয়ে দেওয়া হয়েছিল হামলা! পর্যটকদের কাছেই স্বীকার করেছিল জঙ্গিরা!

মহারাষ্ট্রের এক যুবক দাবি করেছে, হামলার একদিন আগেই সন্দেহভাজন জঙ্গির সঙ্গে কথা বলেছিলেন পহেলগাঁওয়ে

author-image
Tamalika Chakraborty
New Update
pahalgam terrorists s

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের জানলা শহরের এক যুবক সম্প্রতি কাশ্মীর থেকে ঘুরে এসেছেন। পহেলগাঁওয়ে হামলার একদিন আগেই তিনি সেই অভিশপ্ত বৈসরন উপত্যকায় গিয়েছিলেন। বর্তমানে তিনি দাবি করেছেন, পহেলগাঁওয়ে হামলাকারীদের একজন তাঁর সঙ্গে হত্যাকাণ্ডের এক দিন আগেই অর্থাৎ ২১ এপ্রিল কথা বলেছিল। মহারাষ্ট্রের ওই যুবক জানিয়েছেন, নিরাপত্তারক্ষীরা যখন হামলাকারীদের স্কেচ প্রকাশ করে, তখন তিনি একজনকে চিনতে পারেন। 

Nia

২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। যেখানে ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় যুবক নিহত হয়েছিলেন। এরপরে নিরপত্তারক্ষীর পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের স্কেচ প্রকাশ করেন।  সেখান থেকেই এক হামলাকারীকে চিনতে পারেন মহারাষ্ট্রের যুবক আদর্শ রাউত। তিনি সাংবাদিকদের বলেন, ২১ এপ্রিল অর্থাৎ  হামলার ঠিক আগের দিন তিনি বৈসরন ভ্যালিতে গিয়েছিলেন। সেখানে খাবারের দোকানে একজনের সাথে তাঁর কথা। সেই অপরিচিত ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করেন, "আপনি কি হিন্দু? আপনাকে দেখে তো স্থানীয় মানুষ বলে মনে হচ্ছে না।" রাউত বলেন, সন্দেহভাজন ব্যক্তি এরপরেই তাঁর সঙ্গীদের দিকে তাকিয়ে বলেন, "আজ ভিড় খুব কম মনে হচ্ছে।" জানলার ওই যুবক বলেন, এই কথাবার্তা খুব বিরক্তিকর মনে হচ্ছিল। পরের দিনই পহেলগাঁওয়ে হামলা হয়। তারপরেই নিরাপত্তাবাহিনী জঙ্গিদের স্কেচ প্রকাশ করে। তখনই তিনি একজনকে চিনতে পারেন। আদর্শ রাউত বলেন, একটি ম্যাগি দোকানের সামনে এই সন্দেহভাজন ব্যক্তি দাঁড়িয়ে তাঁর কথা বলেছিলেন। নেটওয়ার্কের সমস্যা থাকায় তিনি ম্যাগি স্টলের দোকানদারকে টাকা দিতে পারেননি। ফোন নম্বর এনেছিলেন। নীচে নেমে টাকা দিয়েছিলেন। তাই ম্যাগি স্টলের দোকানদারের ফোন নম্বর তাঁর কাছে রয়েছে। 

পাশাপাশি তিনি জানিয়েছেন, বিস্তারিত জানিয়ে ইতিমধ্যে NIAকে ইমেল করেছেন। যদিও কোনও প্রয়োজন হয়, NIA-কে তিনি আবার সমস্ত কথা বলতে প্রস্তুত। যা তিনি দেখেছিলেন।