ICSE পরীক্ষায় সাফল্য মেদিনীপুর থেকে! দুই ছাত্রী করল মুখ উজ্জ্বল

কে কত নম্বর পেয়েছে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-30 at 5.14.02 PM

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ICSE পরীক্ষায় আবারও সাফল্য মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের। সর্বভারতীয় স্তরে জায়গা করে নিয়েছে বিদ্যালয়ের দুই ছাত্রী আদৃতা মাহাত এবং সৃজিতা মণ্ডল। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৪৯৯ অর্থাৎ ৯৯.৮ শতাংশ। 

আদৃতার বাড়ি মেদিনীপুর শহরের বার্জটাউন এলাকায়। বাবা প্রণবেশ মাহাত পেশায় স্কুল শিক্ষক। মা অসীমা মাহাত গৃহবধূ।  আদৃতা ইংরেজিতে ৯৯, ইতিহাসে ১০০, ভূগোলে ১০০, ফিজিক্সে ১০০, বায়োলজিতে ১০০, কেমিস্ট্রিতে ১০০ এবং কম্পিউটার এপ্লিকেশনে ১০০ পেয়েছে। তার ধরাবাঁধা কোনও নিয়ম ছিল না পড়াশোনায়। পড়ার সময় মনযোগ দিয়ে পড়ত। বাবা তার ক্ষেত্রে সময় দিতে না পারলেও মায়ের নজরদারিতেই পড়াশোনা চালিয়েছে। আদৃতা বলেছে, "এতটা সাফল্য আমি আশা করিনি। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাহায্যেই এই রেজাল্ট। পড়াশোনার ক্ষেত্রে কোনও বাঁধাধরা রুটিন ছিল না। ছবি আঁকতে পছন্দ করি। নির্দিষ্ট সময়ে ঘুমানোয় ব্যাঘাত ঘটাতাম না। পাঁচ-ছ’ঘণ্টা পড়াশোনা করতাম। ফিজিক্সে বাবা সাহায্য করতেন। সমস্ত বিষয়ে প্রাইভেট টিউটর ছিল না"। বিদ্যাসাগর শিশু নিকেতনের প্রিন্সিপাল চন্দা মজুমদার বলেন, "এই স্কুল থেকে দু’জন ছাত্রী ৪৯৯ নম্বর পেয়েছে। আদৃতা ছাড়াও সৃজিতা মণ্ডল একই নম্বর পেয়ে স্কুলে শুধু প্রথম নয়, অল ইন্ডিয়াতেও র‍্যাঙ্ক করেছে। আমরা ওদের জন্য গর্বিত"।

WhatsApp Image 2025-04-30 at 5.14.01 PM