New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: জি- ২০ বৈঠক শেষে দেশবাসীর জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী। 'কেবলমাত্র একটি জিডিপিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পুরনো। প্রগতির মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার সময় এসেছে। ভারত এই বিষয়ে বিশেষ করে তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর্থ-সামাজিক উন্নয়নের জন্য AI ব্যবহার করার জন্য আমাদের যা করার তা অবশ্যই করতে হবে', টুইটারে লিখলেন তিনি।
Simply having a GDP centric approach is outdated. Time has come to adopt a human centric vision of progress. India has been making several efforts in this regard, particularly in areas relating to data and technology. We must do whatever we can to use AI for socio-economic…
— Narendra Modi (@narendramodi) September 10, 2023