/anm-bengali/media/media_files/gAiDXJUewxkfzigfz2RZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার অশান্ত হয়ে উঠেছে মণিপুরের (Manipur) ইম্ফল। আর এই ঘটনায় এবার অবশেষে সিলমোহর দিল ভারতীয় সেনা। ভারতীয় সেনার (Indian Army) তরফে জানানো হয়েছে যে, ‘আজ সোমবারসকালেমণিপুরেরইম্ফলেরউপকণ্ঠেসম্ভাব্যসংঘর্ষেরখবরপেয়েসেনাবাহিনীওআসামরাইফেলসেরজওয়ানরা সময়মতোযানএবংপরিস্থিতিনিয়ন্ত্রণেআনেন তাঁরা।৩জনসন্দেহভাজনকেআটককরাহয়েছেএবং২টিঅস্ত্রউদ্ধারকরাহয়েছে।বর্তমানে সেখানে পরিস্থিতিশান্তিপূর্ণ।‘ পুলিশ সূত্রে খবর, রাজ্যের রাজধানী ইম্ফলের নিউ চেকন এলাকার মেইতেই ও কুকি সম্প্রদায়ের একটি অংশ সংঘর্ষে লিপ্ত হয়। স্থানীয় একটি বাজারের জায়গা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।
Responding to inputs of likely clash on the outskirts of Imphal, Manipur today morning, Army & Assam Rifles columns moved in time & situation was brought under control. 3 suspects were apprehended & 2 weapons have been recovered. The situation is peaceful: Indian Army pic.twitter.com/UkySOGY7Bj
— ANI (@ANI) May 22, 2023