ব্যাপক সংঘর্ষ, জানিয়ে দিল Indian Army

ফের একবার অশান্ত হয়ে উঠেছে মণিপুরের (Manipur) ইম্ফল। আর এই ঘটনায় এবার অবশেষে সিলমোহর দিল ভারতীয় সেনা। রাজ্যের রাজধানী ইম্ফলের নিউ চেকন এলাকার মেইতেই ও কুকি সম্প্রদায়ের একটি অংশ সংঘর্ষে লিপ্ত হয়।

author-image
SWETA MITRA
New Update
army.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার অশান্ত হয়ে উঠেছে মণিপুরের (Manipur) ইম্ফল। আর এই ঘটনায় এবার অবশেষে সিলমোহর দিল ভারতীয় সেনা। ভারতীয় সেনার (Indian Army) তরফে জানানো হয়েছে যে, ‘আজ সোমবারসকালেমণিপুরেরইম্ফলেরউপকণ্ঠেসম্ভাব্যসংঘর্ষেরখবরপেয়েসেনাবাহিনীআসামরাইফেলসেরজওয়ানরা সময়মতোযানএবংপরিস্থিতিনিয়ন্ত্রণেআনেন তাঁরা।জনসন্দেহভাজনকেআটককরাহয়েছেএবং২টিঅস্ত্রউদ্ধারকরাহয়েছে।বর্তমানে সেখানে পরিস্থিতিশান্তিপূর্ণ।‘ পুলিশ সূত্রে খবর, রাজ্যের রাজধানী ইম্ফলের নিউ চেকন এলাকার মেইতেই ও কুকি সম্প্রদায়ের একটি অংশ সংঘর্ষে লিপ্ত হয়। স্থানীয় একটি বাজারের জায়গা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।