New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : জম্মুর সাম্বা সেক্টরে সীমান্ত পেরিয়ে কিছু ড্রোন প্রবেশ করার খবর পাওয়া গিয়েছে। তবে সেনা সূত্র জানাচ্ছে, তুলনামূলকভাবে এই সংখ্যাটি খুবই কম এবং প্রতিটি ড্রোনকেই সক্রিয়ভাবে মোকাবিলা করা হচ্ছে।
সেনা সূত্রের বক্তব্য, এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। পরিস্থিতির উপরে কড়া নজর রাখা হয়েছে এবং যথাযথ প্রতিরক্ষা ব্যবস্থাও গৃহীত হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলেও জানান তাঁরা। সম্প্রতি বিভিন্ন সেক্টরে ড্রোন অনুপ্রবেশের ঘটনা সামনে এলেও, সেনার মতে সাম্বা অঞ্চলের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
Comparatively, a very small number of drones have come in the Samba sector. They are being engaged and there is nothing to be alarmed: Army Sources pic.twitter.com/MIEW2b8bNy
— ANI (@ANI) May 12, 2025