New Update
/anm-bengali/media/post_banners/J36op5QTRzmLd2Mcj7oz.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ মাতৃভূমির রক্ষার্থে সর্বদা অবিচল বিএসএফ বাহিনী। হিমশীতল তাপমাত্রা এবং কঠোর আবহাওয়া যাই হোক না কেন, বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জওয়ানরা দেশ রক্ষার দায়িত্ব পালন করে চলেছেন সর্বদা। তেমনই একটি ভিডিও বিএসএফের তরফে শেয়ার করা হয়েছে। জানা যাচ্ছে ভিডিওটি কাশ্মীরের। বরফে মোড়া কাশ্মীরের কোনও এক জায়গায় তাঁরা হেঁটে চলেছে। দেখে নিন সেই ভিডিও...