সেলফি তুলতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাটিতে। 

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
dead

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: সেলফি তুলতে গিয়ে বিপদ। তলিয়ে গেল দুই কিশোর। ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ১৯ ঘণ্টা। এখনও কোনও খোঁজ মেলেনি দুই যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর টাউন থানার ১৩নং ওয়ার্ডের আরামবাটিতে। তলিয়ে যাওয়া দুই কিশোরের নাম আকাশ সিং চৌহান (১৭) ও সঞ্জীব রাও (১৯)। দু'জনেরই বাড়ি ১৩ নম্বর ওয়ার্ডের নিমপুরা এলাকায়। তারা শহরের হিতকরণী হাইস্কুলের পড়ুয়া বলে স্থানীয়রা জানিয়েছেন।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র