BREAKING: বিমানে ৪২৫ জন যাত্রী, দেখা গেল ধোঁয়া! জারি জরুরি অবস্থা

কোথায় ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ব্যাংকক থেকে মস্কোগামী অ্যারোফ্লটের একটি ফ্লাইট SU 273-এর কেবিনে ধোঁয়া শনাক্ত হওয়ার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

জানা গেছে যে ওই বিমানে প্রায় ৪২৫ জন যাত্রী ছিলেন। সকলেই নিরাপদে আছেন। তথ্য দিল দিল্লি বিমানবন্দর।

Delhi Indira Gandhi International Airport is a 4-Star Airport | Skytrax