বদলে যেতে পারে ভাগ্য! রাশিফলে মিলছে ইঙ্গিত—আজ কাকে বেছে নেবেন, কাকে এড়াবেন? জানুন আজকের বিশেষ ৩ রাশির কথা

৯ এপ্রিল ২০২৫-এর রাশিফলে মকর, কুম্ভ ও মীন রাশির জন্য কী বার্তা আছে? প্রেম, স্বাস্থ্য, সম্পর্ক ও আর্থিক দিক থেকে জেনে নিন আজকের দিনটি কেমন কাটবে।

author-image
Debapriya Sarkar
New Update
horoscope

নিজস্ব সংবাদদাতা : আজকের রাশিফলে মকর, কুম্ভ আর মীন রাশির জাতকদের জন্য দিনটি কেমন যাবে? স্বাস্থ্য, সম্পর্ক, কাজ আর মানসিক অবস্থার দিক থেকে জেনে নিন এক ঝলকে।

Capricorn

মকররাশি : স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। কাজে বাইরে গেলে টাকাপয়সা একটু সাবধানে রাখুন—চুরির ঝুঁকি আছে। পুরনো কারও সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে। প্রেমের মানুষটির সঙ্গে সময় কাটিয়ে মন ভালো থাকবে। নিজের সব কিছু একা সামলানোর চেষ্টা না করে, একটু সাহায্য নিন। আজ সময় পেলে সিনেমা দেখতে পারেন। সঙ্গীর কাছ থেকে বিশেষ যত্ন পাবেন।

Aquarius

কুম্ভরাশি : আজ কারও কথায় রেগে না গিয়ে ধৈর্য ধরুন। খরচের ইচ্ছা থাকবে, কিন্তু ভেবে চিন্তে টাকা খরচ করুন। বাচ্চারা একটু ঝামেলা করতে পারে, তবে ভালোবাসা দিয়েই সামলান। কারও কু-মন্তব্য বা গসিপে কান দেবেন না। কাজের জায়গায় সরাসরি উত্তর না দিলে ভুল বোঝাবুঝি হতে পারে। সঙ্গীর কারণে পরিকল্পনায় একটু বাধা আসতে পারে, তবে শান্ত থাকাই ভালো।

Pisces

মীনরাশি : শরীর আর মন দুই-ই থাকবে চনমনে। ছোটখাটো ব্যবসায় লাভের সম্ভাবনা আছে, বিশেষ কারও পরামর্শ কাজে লাগতে পারে। সম্পর্কের ভুল বোঝাবুঝি আজ দূর হতে পারে। প্রেম আর বন্ধুত্বে মন ভরে যাবে, তবে বড় খরচ বা নতুন কিছু শুরু করার প্ল্যান আপাতত বাদ দিন। আজ একা সময় কাটাতে মন চাইতে পারে। সঙ্গীর দিক থেকে বাড়তি ভালোবাসা পাবেন।