New Update
/anm-bengali/media/media_files/F2nK77MxLNM5YTmnGTZS.jpg)
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার মধ্যরাতের একটু পরে ভারত 'অপারেশ সিন্দুর' লঞ্চ করে। ভারতের সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ঘটনায় তিন জন মারা গিয়েছে। এরপরেই নিজের এক্স হ্যান্ডেলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের প্রতিক্রিয়া দেন। তিনি 'অপারেশ সিন্দুর'-এর লোগো পোস্ট করেন। পাশাপাশি লেখেন, "জয় হিন্দ, ভারত মাতা কি জয়।"
जय हिंद!
— Yogi Adityanath (@myogiadityanath) May 6, 2025
जय हिंद की सेना! pic.twitter.com/PnKDbc8R6z
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us