BREAKING: জম্মু ও কাশ্মীর বিধানসভায় পহেলগাঁও সন্ত্রাসী হামলার নিন্দা প্রস্তাব পাশ!
আমি জানতাম না কিভাবে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইব- শোকাচ্ছন্ন মুখ্যমন্ত্রী!
BREAKING : ফের পাকিস্তানকে 'গ্রে' তালিকাভুক্ত করা হোক ! পহেলগাঁও হামলার প্রেক্ষিতে বড় দাবি করলেন আসাদুদ্দিন ওয়াইসি
BREAKING : আপনার মা নিজের দেশেই খুন হয়েছিলেন ! এবার বিলাওয়ালকে দুষলেন আসাদুদ্দিন ওয়াইসি
BREAKING : অশ্লীলতায় ভরে যাচ্ছে সামাজিক মাধ্যম ! ফেসবুক, ইনস্টাগ্রামসহ একাধিক সামাজিক মাধ্যমের বিরুদ্ধে নোটিশ ইস্যু করলো সুপ্রিম কোর্ট
"দরকারে এক সমুদ্র রক্ত দিয়ে দেব"! বিধায়ক অজিত মাইতির বিশেষ কর্মসূচি
BREAKING : কংগ্রেসের হয়ে স্ক্রিপ্ট লিখছে পাকিস্তানের আইএসআই (ISI) ? এ কি বলে ফেললেন বিজেপি নেতা তরুণ চুঘ
পহেলগাঁও হামলার জের, এবার নিষিদ্ধ ১৬টি পাক ইউটিউব চ্যানেল
ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা কী বললেন?

নেতাজির জন্মদিনে মেলার উদ্বোধন, যাবেন নাকি?

নেতাজির জন্মদিনে মেলার উদ্বোধন হয়েছে।

author-image
Aniket
New Update
d

পূর্ব মেদিনীপুর: পটাশপুর মংলামাড়ো মেলার উদ্বোধন হল নেতাজির জন্মদিনে। ২৫ তম বর্ষের এই মেলা উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। তিনি বলেন, এই মেলা খুবই প্রাচীন ও ঐতিহ্যবাহী। এখানে রাজ্যের বিভিন্ন জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলার ৬০ টি স্টল রয়েছে। মেলায় আরও দুশোরও বেশি স্টল রয়েছে। তবে মহিলারা স্বনির্ভর হয়ে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

মংলামাড়ো ঐক্যতান সংঘের ও মেলা কমিটির চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ আলি জানিয়েছেন, দশ দিন ধরে চলবে এই মেলা।

মেলা উপলক্ষে গণবিবাহ ও রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি চন্দন সাউ, মেলা কমিটির সভাপতি অভিজিৎ পড়িয়া ও সম্পাদক মুক্তিরঞ্জন বেরা-সহ বিশিষ্টজনেরা। এদিন মেলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মময় জীবনের উপর নানা আলোচনা হয়। তবে শুরু থেকেই মেলা ঘিরে মংলামাড়োতে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। কিন্তু প্রচুর মানুষ মেলায় ভিড় করেন।