/anm-bengali/media/media_files/OVdGLVP1fIetF1qujUrQ.jpg)
নিজস্ব প্রতিনিধি, হলদিয়া : আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেস। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে হলদিয়া উন্নয়ন ব্লকে একাধিক পথ সভা, কর্মী সভায় যোগ দেন তারকা বিধায়ক রাজ চক্রবর্তী, এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তিলককুমার চক্রবর্তী সহ অন্যান্যরা । এদিন রাজ চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের নিরিখে ভোট দেওয়ার আহ্বান জানান। বিরোধীদের সাথে ভালো ব্যবহার করে তাদের জল, বাতাসা, খাওয়ার ব্যবস্থা করতে এবং তাদের সাথে ভালো ব্যবহার করার কথা জানান রাজ। বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে খুশি হয়ে অবশ্যই মানুষ আমাদের আশীর্বাদ করবে। ২১ শের বিধান সভার থেকে ভালো ফল হবে পঞ্চায়েত নির্বাচনে।''
প্রসঙ্গত, চড়াম চড়াম করে ঢাক বাজানো থেকে, গুঁড় বাতাসা দেওয়ার কথা শোনা গিয়েছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মুখে। এবার সেই পথে হেঁটে বিরোধীদের জন্য জল-বাতাসার বন্দোবস্ত করতে বললেন বিধায়ক রাজ চক্রবর্তী।