রাহুল ছট মাইয়াকে অপমান করেছেন, বিহারকে মনে করালেন শাহ
BREAKING: তৃণমূল ভবনে শোভন-বৈশাখী, ঘরের ছেলে ফিরল ঘরে
আজই তৃণমূলে ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়, বিকেল ৩টায় সাংবাদিক বৈঠক
“বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিহারের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে”—সীতামঢ়িতে অমিত শাহের মন্তব্য
ট্রলি উল্টে মৃত্যুর পর মৃত্যূ, জয়পুরের ভয়াবহ দুর্ঘটনার ভিডিও চমকে দেবে
“মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ধর্ষণের রাজধানীতে পরিণত করেছেন”—অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
ফের শাসক নেতার মুখে SIR-NRC নিয়ে ভয়-বার্তা! স্থানীয়দের নিয়ে ঘরোয়া বৈঠক
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রশংসা উত্তরাখণ্ড বিধানসভার উদ্দেশ্যে
“প্রথম ভোট দিন সেই সরকার গঠনের পক্ষে”—সহরসায় তরুণ ভোটারদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদি

জলস্তর কমতে শুরু করায় স্বাভাবিক ছন্দে ফিরছে ঘাটাল থানা

বন্যা পরিস্থিত জেলা জুড়ে।

author-image
Adrita
New Update
w

নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ ধীরগতিতে জল কমছে ঘাটালে। তবে এখনও জলমগ্ন রয়েছে ঘাটাল পৌর এলাকা ও ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা। গতকাল পৌরসভা দফতর থেকে জল নামতেই ব্লিচিং দিয়ে এলাকা পরিষ্কারের কাজ শুরু করা হয়। আজ ঘাটাল থানাতে জল কমতেই, নতুন ছন্দে ফিরতে চলেছে ঘাটাল থানা কার্যালয়। চলছে পরিষ্কারের কাজ।

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, কয়েকদিনের টানা বৃষ্টি সাথে জলাধারগুলো থেকে জল ছাড়ার ফলে জলমগ্ন হয়ে পড়েছিল ঘাটাল থানা। ঘাটাল পৌরসভা দফতরসহ পৌর এলাকা ও ঘাটাল ব্লকেের বিস্তীর্ণ এলাকা। তবে জলস্তর কিছুটা কম হওয়াতে স্বস্তিতে ফিরেছে ঘাটালবাসী। 

যদিও এখনও পর্যন্ত থানা চত্বরে অল্পবিস্তর রয়েছে জল। ডুবে রয়েছে বাইক থেকে শুরু করে গাড়ি। জলে ডুবে থাকা রাজ্য সড়কগুলি থেকে জল নামায় স্বাভাবিক হয়েছে যান চলাচল। তবে ঘাটাল পৌর এলাকার বেশকিছু ওয়ার্ড ও ব্লকের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন রয়েছে। কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে ঘাটালবাসী তার কোনো সদুত্তর নেই কারও কাছে। 

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আজ ঘাটালেড় বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী এবং রাজ্যের মন্ত্রী জাভেদ খান।