পাকিস্তানের হাত কি রয়েছে? বিরোধীদের দুশ্চিন্তায় পাল্টা উত্তর শেহজাদের
কখন আসবে পাল্টা জবাবের সঠিক সময়? কেন্দ্রীয় মন্ত্রী দিলেন আভাস
বিধানসভায় বিশেষ অধিবেশন
পহেলগাম সন্ত্রাসী হামলার বিষয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জেডি(এস) নেতা এইচডি দেবেগৌড়া কি বলেছেন?
আমি একজন হিন্দু মহিলা, আমাকে বাঁচতে দিন! মালদায় হিন্দু বিধবাকে ধর্ষণের চেষ্টা, ভিডিও প্রকাশ্যে আনা হল
কোনও বিরোধ নেই, কি বললেন মুখ্যমন্ত্রী?
১৯৭১ সালের সেই যুদ্ধ! দেশের জন্যে লড়াইয়ে ঝাঁপ দিয়েছিলেন ভুজের মহিলা বাহিনী, আজ ফের সেই এক দিন...
জম্মু ও কাশ্মীর: খুঁজে পেয়ে গেল পুলিশ- এই মুহূর্তের বড় খবর
তিনি সমস্ত প্রমাণ মুছে ফেলবেন এবং সেখানে কিছুই অবশিষ্ট থাকবে না- মমতা ব্যানার্জিকে নিয়ে এ কি বলে বসলেন দিলীপ ঘোষ?

পুজোর মাঝে আন্দোলন শুরু হলে? কী বললেন পুলিশ কমিশনার

পুজোর মাঝেই কলকাতাতে আন্দোলনের সম্ভাবনা। কী বললেন পুলিশ কমিশনার।

author-image
Tamalika Chakraborty
New Update
manoj verma 111


নিজস্ব সংবাদদাতা: দুর্গা পুজোর সময় যাতে কোনও ধরনের সমস্যা হয়, শান্তিপূর্ণভাবে মানুষ পুজোয় মেতে উঠতে পারে, সেই সংক্রান্ত সমস্ত ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। তিনি জানিয়েছেন, কোনও অসুবিধা হলে হেল্পলাইনে ফোন করে সাহায্য চাওয়া যাবে। ট্রাফিক সহ সব ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গত দুই মাসে কলকাতার পরিস্থিতি পাল্টে গেছে। মাঝে মধ্যেই প্রতিবাদে, আন্দোলনে মুখরিত হয়েছে কলকাতা। পুজোর সময় কোনও আন্দোলন শুরু হলে কী করবে পুলিশ। এই প্রসঙ্গে পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন সব ব্যবস্থা করা আছে। পুজোয় কোথাও কোনও বাধা সৃষ্টি হবে না। এবার শহরে পুলিশের অনুমতি পাওয়া মোট পুজোর সংখ্যা ১৯০৫টি। এদিন সাংবাদিক সম্মেলনে পুলিশ কমিশনার কলকাতার মানুষের কাছে শান্তিপূর্ণভাবে পুজো কাটানোর আবেদন করেন। মহালয়ার দিন থেকে পুজোর উদ্বোধন শুরু হয়েছে। এখনই বিভিন্ন পুজো মণ্ডপে সাধারণ মানুষের ঢল নামতে শুরু করেছে। 

 tamacha4.jpeg