/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তরুণজ্যোতি তিওয়ারি বড় বার্তা দিয়েছেন।
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
তিনি বলেছেন, "কোন রাজত্বে বাস করছি আমরা?
ধর্মীয় কারণে নির্মমভাবে নিহত শ্রী হরগোবিন্দ দাস ও তাঁর পুত্র শ্রী চন্দন দাসের পরিবার কলকাতায় হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তের আবেদন জানাতে এসেছিলেন। নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিলেন সল্টলেকের এক ক্যান্সার আক্রান্ত শুভানুধ্যায়ীর বাড়িতে।
কিন্তু রাজ্য সরকার চায় না শহীদদের পরিবার মুখ খুলুক। তাই মুর্শিদাবাদ ও বিধাননগর থানার পুলিশ মিলে ‘কিডন্যাপ’-এর মিথ্যা অজুহাতে সেই বাড়িতে হানা দেয়, গেট ভেঙে ঢুকে পড়ে—যেখানে কোনো আদালতের ওয়ারেন্ট তো দূরের কথা, মৌখিক কারণও জানাতে পারেনি তারা।
পরিবার পরিস্কার জানিয়েছে—তারা স্বেচ্ছায় এসেছেন, কেউ তাদের অপহরণ করেনি। পুলিশের লক্ষ্য ছিল একটাই—তাদের হাইকোর্টে পৌঁছাতে না দেওয়া এবং জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির করানো।
আমরা খবর পেয়ে সেখানে পৌঁছাই, বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে পুলিশ পিছু হটে। শহীদদের পরিবারকে আমরা নিরাপদ স্থানে নিয়ে যাই। সজল দা, শঙ্কু দা, পীযূষ দা, মলি দি , আমাদের ভাই সূর্যনীল সহ একাধিক জাতীয়তাবাদী কার্যকর্তা উপস্থিত ছিল।
প্রথমে হিন্দুদের হত্যা করা হয়, পরে বেঁচে থাকা পরিবারকে দমন ও রাজনৈতিক নাটকে ব্যবহার করতে চায় এই সরকার। পুলিশ ক্যাডারের মতো কাজ করছে, রাজনীতির দালাল হয়ে গেছে।
আমরা ছিলাম, আছি, থাকবো—হিন্দু শহীদদের পাশে।অন্যায়, অপমান ও পক্ষপাতদুষ্ট শাসনের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে"।
কোন রাজত্বে বাস করছি আমরা?
— Tarunjyoti Tewari (@tjt4002) May 4, 2025
ধর্মীয় কারণে নির্মমভাবে নিহত শ্রী হরগোবিন্দ দাস ও তাঁর পুত্র শ্রী চন্দন দাসের পরিবার কলকাতায় হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তের আবেদন জানাতে এসেছিলেন। নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিলেন সল্টলেকের এক ক্যান্সার আক্রান্ত শুভানুধ্যায়ীর বাড়িতে।
কিন্তু রাজ্য… pic.twitter.com/R9GY76Xa7g
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us