বসন্তের বৃষ্টি প্রাপ্তি, একদিনেই তাপমাত্রা কমল ১০ ডিগ্রি

পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পুবালি হাওয়ার সংঘাতেই ভরা বসন্তে শীতের আমেজ।

New Update
 kolkata cloud.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বসন্তের বাতাবরণে হঠাৎ বৃষ্টি প্রাপ্তি। আর তাতেই ইতিহাস গড়ে নিল আবহাওয়া। বুধবার কখনও হালকা, কখনও ঝোড়ো বৃষ্টি ছিল। আর তার জেরেই বসন্তের অকাল বৃষ্টিতে এক ধাক্কায় নামল পারদ। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পুবালি হাওয়ার সংঘাতেই ভরা বসন্তেও শীতের আমেজ।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি, যা ছিল কলকাতায় গত ৫৪ বছরে মার্চের শীতলতম দিন। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আজও কুড়ির নীচেই থাকবে পারদ। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। এর আগে ২০০৩ সালের ১৩ মার্চ কলকাতার সর্বোনিম্ন তাপমাত্রা নেমেছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াসে।

fog-covers-howrah-on-dec-28-2016-487125.jpg

আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনের জেরে একধাক্কায় ১০ ডিগ্রি কমেছে তাপমাত্রা। কয়েকদিন আগেও এই সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছিল। কিন্তু গতকাল সারাদিনের বৃষ্টির জেরে একধাক্কায় তাপমাত্রা কমে যায় ১০ ডিগ্রি। ১৯৭৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সবচেয়ে কম দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল বুধবার। আর এতেই নয়া ইতিহাস গড়ে নিল তিলোত্তমা।   

raintamil

Add 1

cityaddnew

স