আর কিছুক্ষণ, ফের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনতে চলেছে ভারতীয় সেনাবাহিনী
এবার জলেই জবাব! পাকিস্তানকে জবাব দিতে বাগলিহার ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত
আপাতত প্রচণ্ড গরম থেকে মুক্তি, কিন্তু আগামী সপ্তাহ থেকে গরম বাড়বে!
এ কোন সকাল? প্রাণের ঝুঁকিতে আমাদের প্রতিনিধি, শোনা যাচ্ছে পাক-গুলির আওয়াজ
"যখন উপযুক্ত হবে", তখন ক্ষতির পরিমাণ প্রকাশিত হবে! জানাল ভারত
দেশের ৩২টি বিমানবন্দর আপাতত বন্ধ! জানিয়ে দেওয়া হল তারিখ
সূর্য ও শনি একসাথে এই ২টি রাশিকে 'আক্রমণ' করবে, এই ভুল করলে জীবন নরকে পরিণত হবে!
রাজ্য জরুরি অপারেশন সেন্টার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী! করলেন পোস্ট
মীন রাশির জাতকরা লোভ এবং প্রলোভন থেকে দূরে থাকুন

ধরণাস্থলে অভয়া ক্লিনিক? জুনিয়র ডাক্তারদের তীব্র কটাক্ষ কুণালের

ফের কুণালের তীব্র কটাক্ষের মুখে জুনিয়র ডাক্তাররা।

author-image
Aniruddha Chakraborty
New Update
kunal ghj.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ চিকিৎসকদের খোলা ধরণাস্থলে ক্লিনিক নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য এই ক্লিনিক শুনতে ভাল। প্রচারের জন্য ভাল। সমাজ মাধ্যমে দেওয়া পোস্টের লাইকের জন্য ভাল। তবে বাস্তবে কতটা সম্ভব তা নিয়ে ধন্দ রয়ে গিয়েছে কুণালের মনে। 

পাঁচ দফা দাবি নিয়ে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। নিজেদের দাবি-দাওয়া না মেটা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলেই স্থির হয়েছে। এদিকে, রাজ্য সরকারের দাবি কর্মবিরতির জেরে রাজ্যে প্রায় ২৭ জনের মৃত্যু হয়েছে। তাই জুনিয়র চিকিৎসকদের কাছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন দ্রুত কর্মস্থলে তাঁরা যেন ফিরে আসেন। তবে শুধু সরকার নয়, তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার চিকিৎসকদের খুনি বলেও নিশানা করেছেন। এর মধ্যে কুণালের এই পোস্ট নিতান্তই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

কুণাল নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, "এই ক্লিনিক বাস্তবে কতটা সম্ভব? সরঞ্জামেরই বা কী হবে? এমার্জেন্সি? বড়সড় পরীক্ষা? বিশেষ করে অপারেশন? সম্ভব?" তৃণমূল নেতার বক্তব্য সরকারি হাসপাতাল বিশেষভাবে সচল রাখা দরকার।