New Update
/anm-bengali/media/media_files/2025/05/08/sReRQOmGimywg7Nj7hHp.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পাহেলগাম হামলায় হিন্দু হত্যার সময় সন্ত্রাবাদীরা হিন্দু পুরুষদের হত্যা করেছিল, ছেড়ে দিয়েছিল নারীদের। বলেছিল, "মোদিকে গিয়ে বল"। প্রসঙ্গত, নারীদের ছোট করে দেখিয়েছিল তারা। এবার মোদি দেখালো নারী শক্তির ক্ষমতা। দুই নারীই জঙ্গিকে শেষ করে দিল।
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
এবার গর্বের বার্তা দিলেন তরুণজ্যোতি তিওয়ারি। তিনি বলেছেন, "ওরা বলেছিল, " মোদিকে গিয়ে বল", মোদি শুনেছে এবং জবাব দিয়েছে। সে তোমার ঘরে ঢুকে তোমাকে হত্যা করেছে, তোমার কবর খুঁড়েছে, ভারতের সিংহাসনে বসে থাকা তোমার বাবা মোদি"।
ওরা বলেছিল, " মোদিকে গিয়ে বল"
— Tarunjyoti Tewari (@tjt4002) May 7, 2025
মোদি শুনেছে এবং জবাব দিয়েছে।
घर में घुसकर मारा है, कब्र तुम्हारी खोदी है,
भारत की गद्दी पर बैठा, बाप तुम्हारा मोदी है।#OperationSindoorpic.twitter.com/Enz2wdkFli
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us