New Update
/anm-bengali/media/media_files/5eamfk2UqmhR82xXeFnK.webp)
নিজস্ব সংবাদদাতা: ভারত-পাকিস্তান বিবাদ নিয়ে সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু খবর ছড়িয়ে পড়েছে যেগুলো পরে ফেক প্রমাণিত হয়েছে। এই নিয়ে বিশেষ কটাক্ষ করলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য।
সৃজন লেখেন, ভারতীয় সেনার প্রেসব্রিফ শুনলাম।
আমরা সবাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে
সেনাবাহিনীর লড়াইয়ের পাশে আছি।
গতকাল টিভিতে যা যা দেখে শুতে গিয়েছিলাম,
আজ দেখলাম তার প্রায় সবটাই সেনাবাহিনীর
বয়ানে অনুপস্থিত। গতকাল রাতে তার মানে
ভারতীয় কর্পোরেট মিডিয়া বিপুল আকারে
ফেক নিউজ দিয়েছিল? আরেকটু খোঁজ নিয়ে
দেখলাম, পাকিস্তানেও একইভাবে ফেক নিউজ
ছড়াচ্ছে তাদের মিডিয়া চ্যানেলগুলি। অদ্ভুত।
যুদ্ধ কি পণ্য? আমাদের সেনা জওয়ানরা কি পণ্য?
টিআরপি-র জন্য যা খুশি তাই করা যায়?
আমরা রাজনীতির লোকেরা কিছু ভুল বললে
ঝাঁপিয়ে পড়ে অনেকে। এক্ষেত্রে কী হবে?
/anm-bengali/media/media_files/2025/04/03/BLCzGbfYzijR2r7DLfjr.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us