/anm-bengali/media/media_files/2025/05/08/t5xmZW4yQHuxb8DmsAQu.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভারত প্রত্যেকটা পদক্ষেপে পাকিস্তানকে জবাব দিচ্ছে। তবে সংঘর্ষের তৃতীয় দিনেও ভারত ধরে রাখলো তাঁর ধৈর্য্য। এখনও পাকিস্তানের বেসামরিক নাগরিকের ওপর কোনও আঘাত হানেনি ভারত। যা বিশ্বের দরবারেও চর্চিত হচ্ছে। আর এখানেই পাকিস্তানের ভয় ধরছে। কেননা, তারা ভারতে বারবার আঘাত হানছে বেসামরিক নাগরিকের ওপরই। তাঁদের কাছে মূল টার্গেটই হল ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের সাধারণ মানুষ। তাই বারবার এই দুই দিকেই তারা আক্রমণ শানাচ্ছে। একই সাথে ভারতের বিরুদ্ধেও আনছে ভয়ঙ্কর অভিযোগ।
/anm-bengali/media/media_files/2025/05/08/lAmRtwz4BhsesrnUyr77.webp)
গত রাতের সংঘর্ষের পরও পাকিস্তান দাবি করেছে, ভারত নাকি তাঁদের ওপর ব্যালেস্টিক মিসাইল ছুঁড়েছে। তবে তা যে সত্য নয়, তার ফের প্রমাণ দিতে চলেছে ভারতীয় সেনাবাহিনী ও ভারতের বিদেশ মন্ত্রক। আজ সকাল সাড়ে ১০টায় ফের সাংবাদিক বৈঠকে বসতে চলেছে ভারতীয় সেনাবাহিনী।
MEA (Ministry of External Affairs) and MoD (Ministry of Defence) briefing to be held at 10:30 am today.
— ANI (@ANI) May 10, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us