New Update
মনজিৎ সিং, পুঞ্চ: পাকিস্তান লাগাতার গুলিবর্ষণ করছে এবং নিয়ন্ত্রণরেখা বরাবর স্থানীয় এলকাগুলোকে নিশানা বানাচ্ছে। আমাদের প্রতিনিধি সংবাদ পরিবেশনের সময়ও আপনারা গুলির আওয়াজ পাবেন। পাকিস্তানের চেষ্টা একটাই- এখানকার স্থানীয় বাসিন্দাদের যেভাবেই হোক তাড়িয়ে দেওয়া এবং পুঞ্চ সিটিকে ধ্বংস করে দেওয়া।
ভোরবেলায়ও পাকিস্তান থামেনি।
/anm-bengali/media/media_files/2025/05/08/F4u9ivw3mOnylOubFLp9.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us