/anm-bengali/media/media_files/NvJqSqiivUJUkWQ01aU1.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল হয়ে রয়েছে পাকিস্তান। এবার পাকিস্তানের লাহোরে ফের সংঘর্ষ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে চলছে সংঘর্ষ। লাহোরে বর্তমানে নিয়োগ রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই নেট মাধ্যমে ভাইরাল হয়েছে এই বিষয়ে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, সাধারণ মানুষ পুলিশ বাহিনীকে লক্ষ্য করে ইট ও আগুনের গোলা নিক্ষেপ করছে। যার ফলে লাহোরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে। উল্লেখ্য, ইমরান খানের গ্রেফতারের পর থেকেই উত্তাল রয়েছে পাকিস্তান। ইমরান খানের গ্রেফতারের পর থেকে ইতিমধ্যেই বহু মানুষ প্রাণ হারিয়েছেন পাকিস্তানে।
Letest from Lahore cannt#rejected#coas#عمران_خان_کو_رہا_کرو#عمران_خان_کی_جان_کو_خطرہ#عمران_خان_ہماری_ریڈ_لاین_ہے#عمران_خان_ہماری_ریڈ_لائن#hafiz#cantt#Peshawarpic.twitter.com/6yMfnPBrKg
— Omer Sarfaraz Cheema (@omerchemma) May 10, 2023