BREAKING: যেটা প্রয়োজন হবে,সেটাই করবো ! খামেনিকে হত্যার সম্ভাবনা উড়িয়ে দিলেন না নেতানিয়াহু

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
IRAN ISRAEL

নিজস্ব সংবাদদাতা : ইরানের সর্বোচ্চ নেতা আয়োতোল্লাহ আলি খামেনিকে হত্যা করার সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দিলেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আজ নিজের কথার ইঙ্গিতেই এই কথা বলে দিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা যেটা প্রয়োজন,শুধুমাত্র সেটাই করছি।” এরপর খামেনিকে হত্যার প্রসঙ্গ উত্থাপিত হলে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলেন যে,''এটি হলে তা এই সংঘাতকে পুরোপুরি শেষ করতে পারে, বাড়াতে পারবে না।'' এরপর নেতানিয়াহু দাবি করেন, “ইরান একটি ‘চিরস্থায়ী যুদ্ধ’ চায় এবং এই চাহিদাই আজ আমাদের পারমাণবিক যুদ্ধের দোরগোড়ায় নিয়ে এসেছে। ইসরায়েল শুধুমাত্র সেই আগ্রাসনকে ঠেকাচ্ছে।” নেতানিয়াহুর এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান সঙ্কটকে আরও গুরুতর করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

khamenei