নেপালে অশান্তির মধ্যে আটকে পড়া ২৩ জন ওড়িয়াকে নিরাপদে দেশে ফিরিয়ে আনল ওড়িশা সরকার

ট্যুইটে মূখ্যমন্ত্রীর।

author-image
Aniket
New Update
Mohan Charan Majhiq1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: নেপালে চলমান অশান্তির মধ্যে আটকে পড়া ২৩ জন ওড়িয়াকে সফলভাবে উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার টুইট বার্তায় এ খবর জানান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মজহি।

Mohan Charan Majhiq2.jpg

তিনি লেখেন, “মহাপ্রভু শ্রী জগন্নাথের আশীর্বাদে এবং রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টায় এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে ওড়িশা পরিবারের অধিদপ্তর (ওড়িয়া ভাষা, সাহিত্য ও সংস্কৃতি দফতরের অধীনস্থ) এবং নয়াদিল্লির পিআরসি অফিসের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।”

মুখ্যমন্ত্রী মজহি সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “ওড়িশা সরকার সারা বিশ্বের ওড়িয়াদের নিরাপত্তা ও কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।”