/anm-bengali/media/media_files/1000064824.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ আইন সংক্রান্ত বিষয়ে নিজের বক্তব্য রাখতে গিয়ে ফের একবার গর্জে উঠলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। এবার তিনি নিশানা করলেন হেভিওয়েট বিজেপি সাংসদ জগদম্বিকা পালকে। সম্প্রতি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির কথা বলেছিলেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল।
/anm-bengali/media/media_files/2025/03/12/aqO8gNf6Gj0SgUnaPz8M.jpg)
এবার তার বিরুদ্ধেই গর্জে উঠে কল্যাণ ব্যানার্জি বলেন, "জগদম্বিকা পালের উচিৎ তার এই নোংরা মন্তব্যের জন্য অবিলম্বে ইস্তফা দেওয়া। তিনি কোনও গণতান্ত্রিক সাংসদ নন। ওয়াক্ফ আইন কেবলমাত্র সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস হয়েছে, এবং আমি নিশ্চিত এটি অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হবে।"
#WATCH | Delhi: TMC MP and Waqf JPC member, Kalyan Banerjee, says, "...He (Jagdambika Pal) should resign immediately because of his nasty work. He is an undemocratic person. It (Waqf Act) has been passed only on the basis of the number of members. I can assure that it will be… https://t.co/HythU85UyOpic.twitter.com/T39W6vOKIR
— ANI (@ANI) April 18, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us