ভোটার তালিকা সংশোধনে সময় চায় এই দল

নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতে ওয়াইসির নেতৃত্বে AIMIM প্রতিনিধি দল, ভোটার তালিকা সংশোধনে সময় চায় দল।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: বিহারে আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে ভোটার তালিকার বিশেষ তৎপর পুনর্বীক্ষণ (Special Intensive Revision - SIR) নিয়ে উদ্বেগ জানাতে অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর এক প্রতিনিধি দল আজ দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনের দফতরে পৌঁছায়। দলের প্রধান ও সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বে এই প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দেখা করে।

ওয়াইসি বলেন, “আমরা SIR-এর বিরোধিতা করছি না, কিন্তু এর জন্য সময় দেওয়া অত্যন্ত জরুরি। যদি তালিকা থেকে ১৫-২০ শতাংশ মানুষের নাম বাদ পড়ে, তাহলে শুধু ভোটাধিকার নয়, নাগরিকত্ব ও জীবিকার প্রশ্নও উঠে যাবে।”

তিনি আরও বলেন, “কোনো ব্যক্তির নাম তালিকা থেকে বাদ পড়লে সে শুধু ভোটাধিকার হারাবে না, তার জীবিকার উপরও প্রভাব পড়বে। আমাদের মূল আপত্তি হলো, নির্বাচন কমিশন এত স্বল্প সময়ে কীভাবে এই প্রক্রিয়া কার্যকর করতে চাইছে? এতে সাধারণ মানুষ সমস্যায় পড়বে। আমরা এই বাস্তব সমস্যা গুলি কমিশনের সামনে তুলে ধরেছি।”

AIMIM নেতৃত্বের দাবি, কমিশনের উচিত যথেষ্ট সময় ও সতর্কতার সঙ্গে এই পুনর্বীক্ষণ কার্যক্রম সম্পন্ন করা, যাতে একটি মানুষও অবিচার বা বাদ পড়ার শিকার না হয়।