BREAKING: ভারতের সংবিধানে ধর্মনিরেপেক্ষতা থাকলে,জম্মু-কাশ্মীরের সংবিধানে কেন নয় ? বড় প্রশ্ন তুললেন রাজনাথ সিং

কি বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ?

author-image
Debjit Biswas
New Update
aaaa

নিজস্ব সংবাদদাতা : এবার ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলতে গিয়ে এক বড় প্রশ্ন তুলে দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন,''আমাদের প্রতিবেশী দেশগুলিতে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার চলছে, তা দেখেই আমরা নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) পাস করেছি। অথচ এই আইনের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে সেই সমস্ত লোকেরাই, যারা দিনরাত সংখ্যালঘুদের জন্য চোখের জল বিসর্জন করে। বিজেপি পৃথিবীর একমাত্র দল, যারা প্রতিবেশী দেশ থেকে আসা সংখ্যালঘুদের সুরক্ষার জন্য নাগরিকত্ব আইনে সংশোধনী এনেছে। এটাই প্রকৃত ধর্মনিরপেক্ষতা।”

rajnath singh fic.jpg

এরপর তিনি বলেন,''যখন ১৯৭৫ সালে ভারতীয় সংবিধানে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি যোগ করা হয়েছিল, তখন জম্মু ও কাশ্মীরের সংবিধানে কেন তা যোগ করা হয়নি ? জম্মু-কাশ্মীর কি ধর্মনিরপেক্ষ হতে পারত না ? আমরা ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার পরই জম্মু-কাশ্মীর সত্যিকারের অর্থে ধর্মনিরপেক্ষ হয়েছে।”