ছত্তিশগড়ে বিলাসপুরের কাছে ট্রেন দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু
“মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে রয়েছেন, জনগণ এবার ক্ষমা করবে না” — শঙ্কর ঘোষের মন্তব্য
মার্কিন সাবেক উপ-রাষ্ট্রপতি ডিক চেনির মৃত্যুতে হোয়াইট হাউসে অর্ধনমিত পতাকা
ইউক্রেনে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু, প্রাক্তন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
সুস্থ নারী সশন্ত পরিবার অভিযান নিয়েই হয়ে গেল বসে আঁকো প্রতিযোগিতা
রোমে মধ্যযুগীয় টাওয়ারের আংশিক ধসে নিহত নির্মাণকর্মী
পাগলকে বাঁচাতে গিয়ে মৃত্যু ব্যক্তির!
যাত্রাগাছির অজ্ঞাত পরিচয় দেহের এবার পরিচয় প্রকাশ্যে এলো
তানজানিয়ায় সহিংসতার পর আংশিকভাবে কারফিউ ও ইন্টারনেট নিষেধাজ্ঞা শিথিল

বিহারে ভোটার তালিকা ‘পরিষ্কার’ হচ্ছে কার ইশারায়? সংসদে গর্জে উঠলেন রাহুল গান্ধী!

বিহারের ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে সংসদে বিস্ফোরক রাহুল গান্ধী।

author-image
Tamalika Chakraborty
New Update
t

নিজস্ব সংবাদদাতা:বিহারে চলতে থাকা ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া (Special Intensive Revision বা SIR) নিয়ে বিরোধী জোট ইন্ডিয়া (INDIA Bloc) পক্ষ থেকে ক্ষোভ ক্রমেই বেড়ে চলেছে। সংসদে এই ইস্যুতে পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিরোধী সাংসদরা।

এই প্রক্রিয়া নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একটি বৈঠকে প্রশ্ন তোলেন—ঠিক কবে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে? তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই ভোটার তালিকা সংশোধনের নামে বিহারের ভোটারদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হতে পারে।

আজ সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন। সংসদের মকর দ্বারের সামনে দাঁড়িয়ে তিনি বিরোধী সাংসদদের সঙ্গে একজোট হয়ে এই ‘অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত’ ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

rahul6

বিরোধী জোটের দাবি, বিহারে আসন্ন নির্বাচনের আগে এই বিশেষ পুনর্বিবেচনার মাধ্যমে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হচ্ছে। তাঁরা অভিযোগ করছেন, এর মাধ্যমে বিরোধী দলের সমর্থকদের বাদ দিয়ে ভোটার তালিকাকে ‘পরিষ্কার’ করার চেষ্টা চলছে।

এই মুহূর্তে এই ইস্যুতে বিরোধীরা সংসদের ভিতরে ও বাইরে সমানভাবে চাপ সৃষ্টি করছে। রাহুল গান্ধীর সরাসরি প্রশ্ন এবং খাড়গের নেতৃত্বে প্রতিবাদ আরও জোরালো হয়েছে। আগামী দিনে এই ইস্যুতে সংসদে বড় বিতর্ক ও উত্তাপ সৃষ্টি হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।