নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি জেডিইউ (JDU)-র এমএলসি (MLC) সঞ্জয় সিং দাবি করেন যে,জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর জেডিইউ (JDU)-তে থাকাকালীন নীতিশ কুমারের কাছে উপ মুখ্যমন্ত্রীর পদ চেয়েছিলেন। আর এবার এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন প্রশান্ত কিশোর। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,''সবার কথায় প্রতিক্রিয়া দেওয়ার কোনও প্রয়োজন হয় না। যখন আমি নীতিশ কুমারের সঙ্গে এইসব আলোচনা করছিলাম, তখন যাঁর নাম আপনি বলছেন, তিনি কি সেখানে অনুবাদকের ভূমিকায় উপস্থিত ছিলেন ?”
/anm-bengali/media/media_files/AMb58Ygqva0Un9KcPJnA.jpg)
তিনি আরও বলেন, “আমি কি চেয়েছি বা কি চাইনি, সেটা নীতিশ কুমার নিজেই বলতে পারবেন। বাইরে বসে যারা গালগল্প করে, তাদের নিয়ে কিছু বলার প্রয়োজন নেই।”
BREAKING: নীতিশের কাছে চেয়েছিলেন উপ মুখ্যমন্ত্রীর পদ ! কড়া প্রতিক্রিয়া দিলেন প্রশান্ত কিশোর
কি বললেন প্রশান্ত কিশোর ?
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি জেডিইউ (JDU)-র এমএলসি (MLC) সঞ্জয় সিং দাবি করেন যে,জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর জেডিইউ (JDU)-তে থাকাকালীন নীতিশ কুমারের কাছে উপ মুখ্যমন্ত্রীর পদ চেয়েছিলেন। আর এবার এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন প্রশান্ত কিশোর। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,''সবার কথায় প্রতিক্রিয়া দেওয়ার কোনও প্রয়োজন হয় না। যখন আমি নীতিশ কুমারের সঙ্গে এইসব আলোচনা করছিলাম, তখন যাঁর নাম আপনি বলছেন, তিনি কি সেখানে অনুবাদকের ভূমিকায় উপস্থিত ছিলেন ?”
তিনি আরও বলেন, “আমি কি চেয়েছি বা কি চাইনি, সেটা নীতিশ কুমার নিজেই বলতে পারবেন। বাইরে বসে যারা গালগল্প করে, তাদের নিয়ে কিছু বলার প্রয়োজন নেই।”