New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) শুক্রবার হিমাচল প্রদেশের ম্যাকলিওডগঞ্জে দালাই লামার নিরাপত্তা বা খালিস্তানি সন্ত্রাসে অর্থায়নের কোনও মামলায় কোনও অভিযান/তল্লাশির কথা স্পষ্টভাবে অস্বীকার করেছে। শুক্রবারের তল্লাশি 'ইউএস ডাঙ্কি রুট' মানব পাচার মামলায় চালানো হয়েছিল, গতকাল জারি করা একটি প্রেস নোটের মাধ্যমে ইতিমধ্যেই শেয়ার করা বিবরণ অনুসারে এই তথ্য দিল এনআইএ।
The National Investigation Agency (NIA) has categorically denied any raid/search in connection with Dalai Lama's security or in any case of Khalistani terror financing in McLeodganj in Himachal Pradesh on Friday. Friday's search was carried out in the 'US donkey route' human… pic.twitter.com/yoaLNs8BFi
— ANI (@ANI) July 5, 2025