নিজস্ব সংবাদদাতা - এবার টিবি রোগ নিয়ে একাধিক বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের (WHO)-র গ্লোবাল টিবি রিপোর্ট ২০২৪-এর তথ্য তুলে ধরে তিনি জানান, ''২০১৫ থেকে ২০২৩-এর মধ্যে ভারতে টিবির প্রকোপ ১৮% হ্রাস (প্রতি লাখে ২৩৭ থেকে ১৯৫) পেয়েছে, যা বিশ্বগড়ের দ্বিগুণ। টিবি রোগের ক্ষেত্রে মৃত্যুহার কমেছে প্রায় ২১% এবং চিকিৎসার আওতা পোঁছেছে ৮৫% মানুষের কাছে।''
/anm-bengali/media/media_files/YGqkQ3VghFYsLUmR3FVS.jpg)
BREAKING: টিবি নির্মূলে ভারত বিশ্বকে ছাপিয়ে যাচ্ছে ! বড় দাবি করলেন প্রধানমন্ত্রী মোদি
কি বললেন প্রধানমন্ত্রী ?
নিজস্ব সংবাদদাতা - এবার টিবি রোগ নিয়ে একাধিক বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের (WHO)-র গ্লোবাল টিবি রিপোর্ট ২০২৪-এর তথ্য তুলে ধরে তিনি জানান, ''২০১৫ থেকে ২০২৩-এর মধ্যে ভারতে টিবির প্রকোপ ১৮% হ্রাস (প্রতি লাখে ২৩৭ থেকে ১৯৫) পেয়েছে, যা বিশ্বগড়ের দ্বিগুণ। টিবি রোগের ক্ষেত্রে মৃত্যুহার কমেছে প্রায় ২১% এবং চিকিৎসার আওতা পোঁছেছে ৮৫% মানুষের কাছে।''