নিজস্ব সংবাদদাতা - পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানের সাথে ইন্দাস জলচুক্তি বাতিল করেছিল ভারত সরকার। আর এবার এই বিষয়েই পাকিস্তানকে আরও একবার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''জল আর রক্ত কখনও একসাথে বইতে পারে না। আর আমি এটাও নিশ্চিত করতে চাই যে সন্ত্রাস আর বাণিজ্যও কখনও একসাথে হতে পারে না।''
/anm-bengali/media/media_files/2025/05/12/yMULokpVJv7Hk99SGsJe.PNG)
এরপর তিনি বলেন,''পাকিস্তানের সাথে যদি আমাদের এবার কোনও কথা হয় তাহলে সেটা শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর (POK) নিয়েই হবে।'' অর্থাৎ নিজের এই বার্তার মাধ্যমে পাকিস্তানকে নিজের দৃঢ় মনোভাব আরও একবার বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি।
BREAKING : জল আর রক্ত একসাথে বইতে পারে না ! পাকিস্তানকে বড় বার্তা দিলেন মোদি
পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি।
নিজস্ব সংবাদদাতা - পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানের সাথে ইন্দাস জলচুক্তি বাতিল করেছিল ভারত সরকার। আর এবার এই বিষয়েই পাকিস্তানকে আরও একবার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''জল আর রক্ত কখনও একসাথে বইতে পারে না। আর আমি এটাও নিশ্চিত করতে চাই যে সন্ত্রাস আর বাণিজ্যও কখনও একসাথে হতে পারে না।''
এরপর তিনি বলেন,''পাকিস্তানের সাথে যদি আমাদের এবার কোনও কথা হয় তাহলে সেটা শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর (POK) নিয়েই হবে।'' অর্থাৎ নিজের এই বার্তার মাধ্যমে পাকিস্তানকে নিজের দৃঢ় মনোভাব আরও একবার বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি।