BREAKING: সারা দেশের পরিসংখ্যান অনুযায়ী পর্যটনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে মধ্য প্রদেশ ! স্পেনে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব

কি বললেন মোহন যাদব ?

author-image
Debjit Biswas
New Update
mohan yadavw1.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ স্পেনে অনুষ্ঠিত "Invest in Madhya Pradesh" প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে মধ্য প্রদেশের পর্যটন শিল্প নিয়ে এক বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি বলেন,''পর্যটন, উদ্ভাবন, নকশা ও প্রযুক্তিগত দক্ষতার ক্ষেত্রে স্পেনের নিজস্ব পরিচিতি রয়েছে। আর যদি কোনও রাজ্য এই বিষয়গুলিকে বৃহৎ পরিসরে বাস্তবায়ন করার ক্ষমতা রাখে, তাহলে সেটা হল মধ্য প্রদেশ। আমাদের রাজ্য খনিজ, জল, বন, কৃষি ও পর্যটনের দিক দিয়ে সমৃদ্ধ। সারা দেশের পরিসংখ্যান অনুযায়ী পর্যটনের ক্ষেত্রে মধ্যপ্রদেশ শীর্ষে রয়েছে।"

mohan yadav