নিজস্ব সংবাদদাতা: ১৯৭৫ সালের জরুরি অবস্থার স্মরণে ২৫ জুন সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করা হবে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এদিন বলেন, “কংগ্রেস কেবল শিরোনাম নিয়ে মাথা ঘামায়, তারা সংবিধান এবং গণতন্ত্র রক্ষার বিষয়ে মাথা ঘামায় না। তারা কি এখনও জরুরি অবস্থা রক্ষা করছে? ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সেই অভিপ্রায়েই সংবিধান হত্যা দিবস ঘোষণা করা হয়েছে। তাদের উচিত সম্মান ও স্বাগত জানানো”।
/anm-bengali/media/media_files/KcKlVT7owElwKmwzXTvp.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)