BREAKING: কাশ্মীরের পর্যটনকে ধ্বংস করতে চায় সন্ত্রাসীরা ! ফের একবার ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন বিজেপি নেতা তরুণ চুঘ

কি মন্তব্য করলেন বিজেপি নেতা তরুণ চুঘ ?

author-image
Debjit Biswas
New Update
tarun chugh

নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলা নিয়ে নিজের মতামত জানালেন বিজেপি নেতা তরুণ চুঘ। এই বিষয়ে নিজের মন্তব্য রাখতে গিয়ে এক বিরাট ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন তিনি। তিনি বলেন,''কাশ্মীর ধীরে ধীরে ভারতের পর্যটন শিল্পের রাজধানী হয়ে উঠছিল। এই পর্যটনকে ধ্বংস করতেই সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।''

Tarun Chughaq1.jpg

এরপর তিনি বলেন,''এই মুহূর্তে গোটা দেশ প্রধানমন্ত্রীর পাশে রয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় শক্তিই হল, আমাদের দেশের ১৪০ কোটি মানুষের ঐক্য।"