BREAKING : পাকিস্তান বিরোধী মিছিলে উত্তাল হল কানাডা ! যোগ দিলেন শয়ে শয়ে মানুষ

এই মিছিলে অংশগ্রহণকারীরা কানাডার সরকারকে পাকিস্তানকে একটি 'সন্ত্রাসী দেশ' হিসেবে ঘোষণা করার জন্য আবেদন জানিয়েছেন।

author-image
Debjit Biswas
New Update
INDIA PAKISTAN

নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলার জেরে উত্তাল হয়ে গেল কানাডার অন্যতম জনপ্রিয় শহর টরোন্টো। গতকাল একটি পাকিস্তান বিরোধী মিছিলে যোগ দিলেন প্রায় পাঁচ শতাধিক মানুষ। এই মিছিলের মধ্যে অংশগ্রহণ করেছিলেন কানাডার হিন্দু, ইহুদি, বালোচ এবং ইরান দেশের নাগরিকরা।

d

নানান পাকিস্তান বিরোধী স্লোগান দিতে দিতে এই মিছিল এগিয়ে চলে  এবং মাঝে মাঝেই এই মিছিল থেকে “পাকিস্তান মুর্দাবাদ” স্লোগান শোনা যায়।