/anm-bengali/media/media_files/4AiXI7XH6rsDsfZiXM3t.webp)
নিজস্ব সংবাদদাতা : ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টে, জসপ্রীত বুমরা খেলবেন কি না, সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানালেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে। তিনি বলেন,''অবশ্যই ও খেলতে পারবে। আমরা আগেই জানতাম যে পাঁচটি টেস্টার মধ্যে তিনটিতে বুমরা খেলবে। শেষ টেস্টের পর বুমরা আট দিন বিশ্রাম পেয়েছে। তবে মাঠের অবস্থা, ওর ওয়ার্কলোড এবং পরবর্তী চারটি ম্যাচের কথা মাথায় রেখে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। টেকনিকালি ও খেলার জন্য প্রস্তুত, কিন্তু ও খেলবে কি খেলবে না, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও নিইনি।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/04/fDovkJd51NnEbEjhdzz7.jpg)
#WATCH | Birmingham, England | On Jasprit Bumrah's availability in the second test against England, India’s assistant coach Ryan ten Doeschate says, "He is available for the game, obviously. We know from the start he's only going to play three out of the five. He's obviously had… pic.twitter.com/hR9YtFIdNi
— ANI (@ANI) June 30, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us