BREAKING: আমার ঘর...! তৃণমূলে এসেই প্রতিজ্ঞা নিলেন শোভন
রাহুল ছট মাইয়াকে অপমান করেছেন, বিহারকে মনে করালেন শাহ
BREAKING: তৃণমূল ভবনে শোভন-বৈশাখী, ঘরের ছেলে ফিরল ঘরে
আজই তৃণমূলে ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়, বিকেল ৩টায় সাংবাদিক বৈঠক
“বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিহারের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে”—সীতামঢ়িতে অমিত শাহের মন্তব্য
ট্রলি উল্টে মৃত্যুর পর মৃত্যূ, জয়পুরের ভয়াবহ দুর্ঘটনার ভিডিও চমকে দেবে
“মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ধর্ষণের রাজধানীতে পরিণত করেছেন”—অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
ফের শাসক নেতার মুখে SIR-NRC নিয়ে ভয়-বার্তা! স্থানীয়দের নিয়ে ঘরোয়া বৈঠক
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রশংসা উত্তরাখণ্ড বিধানসভার উদ্দেশ্যে

এক বছরেই বদল, প্রশান্ত কিশোর

"এক বছরেই ভোটার তালিকা বদল কেন?"— সীতামাড়িতে প্রশ্ন তুললেন প্রশান্ত কিশোর।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-09 10.42.18 PM

নিজস্ব সংবাদদাতা: জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর ভোটার তালিকা নিয়ে সরাসরি প্রশ্ন ছুড়লেন বর্তমান এনডিএ সরকারের দিকে। তিনি বলেন, “অনেকেই ভোটার তালিকার বিরোধিতা করছেন। মাত্র এক বছর আগেই লোকসভা নির্বাচন হলো। ভোটার তালিকা তৈরি করেছিল নির্বাচন কমিশন নিজেই। তখন প্রধানমন্ত্রীর নির্বাচনও হয়েছে। তাহলে এখন এমন কী ঘটল, যার কারণে পুরো তালিকাই বদলে ফেলতে হবে?”

তিনি দাবি করেন, “আমাদের দাবিটা খুব সহজ—২০২৪ সালের লোকসভা নির্বাচনে যে ভোটার তালিকা ব্যবহার হয়েছে, এখানেও সেটিই ব্যবহার করা হোক। প্রয়োজনে তাতে সংশোধন করা যেতেই পারে, কিন্তু পুরো তালিকা নতুন করে তৈরি করার কোনো যুক্তি নেই।" কিশোর আরও প্রশ্ন তোলেন, “গত এক বছর ধরে বিহারে এনডিএ সরকার ক্ষমতায় আছে। তাহলে তারা নিজেরাই কি স্বীকার করে নিচ্ছেন যে তাদের শাসনকালে অবৈধ অনুপ্রবেশকারীরা রাজ্যে ঢুকে পড়েছে?” ভোটার তালিকা ঘিরে বিতর্ক তীব্রতর হওয়ার মধ্যে প্রশান্ত কিশোরের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি করেছে। তাঁর বক্তব্য ইতিমধ্যেই বিরোধী শিবিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।