/anm-bengali/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-108-pm-2025-07-09-22-42-36.png)
নিজস্ব সংবাদদাতা: জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর ভোটার তালিকা নিয়ে সরাসরি প্রশ্ন ছুড়লেন বর্তমান এনডিএ সরকারের দিকে। তিনি বলেন, “অনেকেই ভোটার তালিকার বিরোধিতা করছেন। মাত্র এক বছর আগেই লোকসভা নির্বাচন হলো। ভোটার তালিকা তৈরি করেছিল নির্বাচন কমিশন নিজেই। তখন প্রধানমন্ত্রীর নির্বাচনও হয়েছে। তাহলে এখন এমন কী ঘটল, যার কারণে পুরো তালিকাই বদলে ফেলতে হবে?”
/anm-bengali/media/post_attachments/9b401e62-973.png)
তিনি দাবি করেন, “আমাদের দাবিটা খুব সহজ—২০২৪ সালের লোকসভা নির্বাচনে যে ভোটার তালিকা ব্যবহার হয়েছে, এখানেও সেটিই ব্যবহার করা হোক। প্রয়োজনে তাতে সংশোধন করা যেতেই পারে, কিন্তু পুরো তালিকা নতুন করে তৈরি করার কোনো যুক্তি নেই।" কিশোর আরও প্রশ্ন তোলেন, “গত এক বছর ধরে বিহারে এনডিএ সরকার ক্ষমতায় আছে। তাহলে তারা নিজেরাই কি স্বীকার করে নিচ্ছেন যে তাদের শাসনকালে অবৈধ অনুপ্রবেশকারীরা রাজ্যে ঢুকে পড়েছে?” ভোটার তালিকা ঘিরে বিতর্ক তীব্রতর হওয়ার মধ্যে প্রশান্ত কিশোরের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি করেছে। তাঁর বক্তব্য ইতিমধ্যেই বিরোধী শিবিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
#WATCH | Sitamarhi, Bihar: Prashant Kishor, the founder of Jan Suraaj Party, says, "There are many people opposing the voter list. Just a year ago, the Lok Sabha elections were held. The Election Commission itself prepared the voter list. The Prime Minister's election took place.… pic.twitter.com/m5pPEbKWUN
— ANI (@ANI) July 9, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us