New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইতিপূর্বে মুম্বাইয়ের ঘাটকোপারে পরপর ভেঙে পড়েছে একাধিক ভবন। এবার ফের মুম্বাইয়ে ভবন ধসের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। মহারাষ্ট্রের মুম্বাইয়ের আসলফা মেট্রো স্টেশনের কাছে একটি বাড়ির কিছু অংশ ধসে পড়েছে। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া একজনকে উদ্ধার করা হয়েছে। আরও উদ্ধারকার্য চলছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও কেউ আটকে থাকতে পারে বলে আশংকা করা হচ্ছে।
Maharashtra | Part of a house collapsed near Asalpha metro station in Mumbai. Fire brigade officials reached the spot and rescued one person who was trapped inside. Further operation underway: Mumbai Fire Brigade
— ANI (@ANI) June 29, 2023