অবৈধ সম্পর্কের জেরে নয়ডায় তরুণীর মর্মান্তিক পরিণতি— স্বামী বিপিনের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ

স্বামী বিপিনের পরকীয়া হাতে নাতে ধরেছিলেন নিক্কি!

author-image
Tamalika Chakraborty
New Update
nikki


নিজস্ব সংবাদদাতা: নয়ডার বহুল আলোচিত পণ-সংক্রান্ত মৃত্যুর মামলায় নতুন তথ্য সামনে এসেছে। নিহত নিক্কির স্বামী বিপিনের একটি অবৈধ সম্পর্ক ছিল। নিক্কি ও তার বোন একদিন তাকে হাতেনাতে ধরে ফেলেন।

ঘটনার জটিলতা বাড়ে গত বছরের অক্টোবরে, যখন বিপিনের সঙ্গে সম্পর্ক থাকা মহিলাই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। ওই মহিলার অভিযোগ অনুযায়ী, নিক্কি তাদের সম্পর্ক ধরে ফেলায় বিপিন রেগে গিয়ে তাকে মারধর করেন। মামলাটি সেই সময় নয়ডা পুলিশের কাছে নথিভুক্ত হয়।

Fire

অভিযোগে আরও বলা হয়েছে, একদিন বিপিন ও তার বন্ধু তুষার তাকে জোর করে গ্রামের বাইরে ডেকে নিয়ে যান। গাড়িতে তোলে নিয়ে গিয়ে তারা তাকে প্রচণ্ড মারধর করেন, অশ্রাব্য ভাষায় গালাগালি দেন এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেন। অভিযোগকারিণী আরও দাবি করেছেন, বিপিন ও তুষার তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন।

এখন এই অভিযোগগুলোকে ঘিরেই নতুন করে আলোচনার ঝড় উঠেছে, কারণ নিক্কির রহস্যজনক মৃত্যু ইতিমধ্যেই নয়ডা ও আশপাশের এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।