এক দিনে ভারতের চার প্রান্তে দুর্যোগ! বৃষ্টি-ধস-বন্যায় ঘরছাড়া অসংখ্য মানুষ

প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারত।

author-image
Tamalika Chakraborty
New Update
Flood


নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার টানা প্রবল বর্ষণে ভারতের বিভিন্ন প্রান্তে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও জলমগ্ন রাস্তাঘাট ও মহাসড়ক, কোথাও নদী উপচে বন্যার সৃষ্টি, আবার কোথাও ভূমিধস আর মেঘভাঙা বৃষ্টিতে প্রাণহানি ঘটেছে।

ওড়িশা ও হিমাচল প্রদেশের মানালিতে ভয়াবহ বন্যার খবর এসেছে। জম্মু-কাশ্মীর এবং অরুণাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের একাধিক ঘটনা ঘটেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জম্মু-কাশ্মীর। রাজ্যের ডোডা জেলায় মেঘভাঙা বৃষ্টিতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং ১০টিরও বেশি বাড়িঘর ভেসে গেছে। একইসঙ্গে কাথুয়া, সাম্বা, জম্মু, রামবান ও কিশ্তোয়ার— গোটা জম্মু অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কয়েক দিন আগেও কাথুয়া ও কিশ্তোয়ারে মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটে।

uttarakhand land slide

এদিকে, জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায় বৈষ্ণো দেবী মন্দিরের পথে ত্রিকূট পাহাড়ে ভূমিধস নেমে আসে। দুপুর তিনটার দিকে আধখুয়ারি এলাকার ইন্দরপ্রস্থ ভোজনালয়ের কাছে ঘটে এই দুর্ঘটনা। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৪ জন গুরুতর আহত হয়েছেন। পাহাড়ি ধসের পর মুহূর্তেই বৈষ্ণো দেবীর যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে। উদ্ধারকাজে নামানো হয়েছে প্রশাসন ও এনডিআরএফের দল।

এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে শুধু যাত্রা নয়, গোটা জম্মু-কাশ্মীর শোকস্তব্ধ হয়ে পড়েছে।