/anm-bengali/media/media_files/o2yCTPgZQBFzhxEPxN5J.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : অরবিন্দ কেজরিওয়ালকে টার্গেট করেছে বিজেপি! এরপর কে? আশঙ্কিত রাজ্যসভার সাংসদ ও আইনজীবী কপিল সিবাল। তিনি অবশ্য নামটাও জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, ''লোকসভা নির্বাচন যতই কাছে আসছে তারা আরও বেশি লোককে টার্গেট করবে। আমি ভয় পাচ্ছি যে তারা কোনও একটা পর্যায়ে রাঘব চাড্ডাকেও টার্গেট করবে। শিবু সোরেনকে টার্গেট করেছে, তারা হেমন্ত (সোরেন) এবং ছত্তিশগড়ের ৩০-৪০ জন অফিসারকে টার্গেট করছে। মহারাষ্ট্রে তারা কী করেছে দেখুন, তারা কিভাবে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানাকে টার্গেট করছে। অন্ধ্রে নাইডু জেলে ছিলেন। কোনদিকে এগোচ্ছে? পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হয়েছে। আদালত কেন PMLA-এর অপব্যবহারে জেগে উঠছে না?"
#WATCH | Rajya Sabha MP Kapil Sibal says, "...They (BJP) are targeting now Arvind Kejriwal, and as the Lok Sabha elections nearer they will be targeting more people. I am afraid they will at some stage target Raghav Chadha also. They have targeted Shibu Soren; they are targeting… pic.twitter.com/iZQDDBvR5M
— ANI (@ANI) November 1, 2023
/anm-bengali/media/post_attachments/SacdvoxQzmKasRqoOuDZ.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us