/anm-bengali/media/media_files/2025/07/17/whatsapp-image-2025-07-17-at-2025-07-17-09-20-33.jpeg)
CHANGUR BABA
নিজস্ব সংবাদদাতা : আজ সকাল ৫টা থেকেই উত্তর প্রদেশ ও মুম্বাইয়ের প্রায় ১৪টি স্থানে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মূলত ধর্মান্তর কাণ্ডে জড়িত ছাঙ্গুর বাবার বিশাল সাম্রাজ্যেই আজ হানা দিয়েছে ইডি (ED)। এই অভিযানে উত্তর প্রদেশের বলরামপুরের ১২টি এবং মুম্বইয়ের বান্দ্রা ও মাহিমে ২টি জায়গায় হানা দেওয়া হয়েছে। অভিযুক্ত জালালউদ্দিন ওরফে ছাঙ্গুর বাবা এবং তার ঘনিষ্ঠ সহযোগী নাসরিন ওরফে নীতু-কে আগেই গ্রেফতার করেছে উত্তর প্রদেশ এটিএস (UP ATS)। সূত্রের দাবি, তারা সংবেদনশীল ও গরিব হিন্দু মহিলা ও নাবালিকাদের টার্গেট করে ইসলাম ধর্মে রূপান্তর করানোর চক্র চালাত। পুলিশ সূত্রে খবর,বর্তমানে প্রায় ১০৬ টাকার মালিক এই ছাঙ্গুর বাবা। এই টাকা প্রায় ৪০টি বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ছাঙ্গুর বাবার ব্যাঙ্কে ঢুকেছিল। আর এই টাকার বড় অংশই এসেছে বিভিন্ন মুসলিম দেশ থেকে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/lerw7tqWahrEZRhtCVpb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us