New Update
/anm-bengali/media/media_files/u7basyagVraz7Q1bP6Z4.jpg)
নিজস্ব সংবাদদাতা : প্রবল বর্ষণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাটে। নর্মদা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। নদী তীরবর্তী বরকল গ্রামের মানুষদের বিপদ স্পর্শ করার আগেই তৎপর সেনাবাহিনী। ১২ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। নৌকো করে গ্রামবাসীদের নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। দেখুন ভিডিও।
#WATCH | Vadodara, Gujarat: 12 people were rescued by the Army and villagers at Vyas Bet of Barkal village after the Narmada River witnessed a rise in water level. pic.twitter.com/OX84XwDBgS
— ANI (@ANI) September 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us